জন্ম ও বংশ পরিচয়ঃ প্রখ্যাত শিক্ষাবিদ ও অগাধ পান্ডিত্বের অধিকারী ড. মজিবুর রহমান খান তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ১৯২৫ খিস্টাব্দ মোতাবেক ১৩২৮ বঙ্গাব্দে ২১ বৈশাখ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আবদুর রশিদ খান এবং দাদ মরহুম কলিমুদ্দিন মুন্সী। মুন্সী কলিমুদ্দিন একজন বিশিষ্ট কামেল ও অধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন। মৌলভী আবদুর রশিদ খান ও ছিলেন পিতার সুযোগ্য উত্তরসুরি। এরই ধারাবাহিকায় ড. এম আর খানও অসাধারণ প্রতিভা ও সাধনা বলে খান বংশের গৌরব অক্ষুন্ন রেখেছেন। তাঁর পূর্বপুরুষরা মুন্সী বংশীয় হলেও দাদীর বংশের পদবী খান উপাধিতে বর্তমানে সমধিক পরিচিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS