১। একটি বাড়ি একটি খামার প্রকল্প:-একটি বাড়ি একটি খামার প্রকল্পটির গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকার মূলক প্রকল্প। যার মূল লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে আমাদের দেশের দরিদ্র জনগনকে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আত্নকর্মসংস্থান সৃষ্টিকরে দারিদ্রের হার ৪০% থেকে ২০% এ নিয়ে আসা। তিতাস উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ইউনিয়নে নয়টি গ্রাম করে মোট ৩৬টি গ্রামের (প্রতি গ্রামে ৬০ পরিবার করে) মোট ২১৬০ টি পরিবার এই পকল্পের আওতাভূক্ত করা হয়েছে। ২০১০- ২০১১ অর্থ বছরে অত্র উপজেলায় সম্পদ হস্তান্তরের জন্য মোট ২৮,০০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে। প্রকল্পের সম্পদ হস্তান্তরের আওতায় সুফলভোগীদের মধ্যে ১০০ জন বকনা গাভী, ৪৪ জন ঢেউ টিন, ৩০ জন হাঁস-মুরগীর বাচ্চা, ৯০ জন গাছের চারা, এবং ১২০ জনের মধ্যে শাক সবজির বীজ বিতরন সম্পন্ন করা হয়েছে। নিন্মে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাসিক অগ্রগতির রিপোর্ট জুন/২০১৩ খ্রি: প্রেরণ করা হল:-
২। পিআরডিপি-২ প্রকল্প:-পিআরডিপি-২ প্রকল্পটি ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিদ্যালয় ও জইকার যৌথ উদ্যৌগে পরিক্ষা মূলক ভাবে চালু হয়। ২০০৪ সালে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। তিতাস উপজেলার সবগুলি ইউনিযনে প্রল্পটির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মূল উদ্দেশ্য: সরকারী বিভাগ ইউনিয়ন পরিষদ ও সাধারন গ্রামবাসী একত্রিত হয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্থায়নে: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সুবিধা ভোগী তিতাস উপজেলার আপামর জনসাধারন। প্রকল্প সম্পর্কিত কিছু তথ্য: গ্রাম কমিটির সংখ্যা: ক) জগতপুর ইউনিয়নে ১৯টি। খ) জিয়ারকান্দি ইউনিয়নে ১৪টি। গ) নারান্দিয়া ইউনিয়নে ০৪টি। ঘ) ভিটিকান্দি ইউনিয়নে ০৪টি। ঙ) কলাকান্দি ইউনিয়নে ০৪টি। চ) বলরামপুর ইউনিয়নে ০৪টি। ছ) সাতানী ইউনিয়নে ০৪টি। জ) কড়িকান্দি ইউনিয়নে ০৪টি। ঝ) মজিদপুর ইউনিয়নে ০৪টি। স্কীম বাস্তবায়ন (২০১২-২০১৩): ক) জগতপুর ইউনিয়নে ১০টি। খ) জিয়ারকান্দি ইউনিয়নে ১০টি। গ) নারান্দিয়া ইউনিয়নে ০২টি। ঘ) ভিটিকান্দি ইউনিয়নে ০২টি। ঙ) কলাকান্দি ইউনিয়নে ০২টি। চ) বলরামপুর ইউনিয়নে ০২টি। ছ) সাতানী ইউনিয়নে ০২টি। জ) কড়িকান্দি ইউনিয়নে ০২টি। ঝ) মজিদপুর ইউনিয়নে ০২টি। প্রশিক্ষন (২০১২-২০১৩): ক) জগতপুর ইউনিয়নে ২০টি। খ) জিয়ারকান্দি ইউনিয়নে ২০টি। গ) নারান্দিয়া ইউনিয়নে ০৪টি। ঘ) ভিটিকান্দি ইউনিয়নে ১৬টি। ঙ) কলাকান্দি ইউনিয়নে ১৬টি। চ) বলরামপুর ইউনিয়নে ০৪টি। ছ) সাতানী ইউনিয়নে ১৬টি। জ) কড়িকান্দি ইউনিয়নে ১৬টি। ঝ) মজিদপুর ইউনিয়নে ১৬টি।
তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিতাস উপজেলায় ৫৬ টি সমিতির মাধ্যমে প্রায় ১০৮০ দরিদ্র কৃষক এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য: পল্লীর কৃষক কুলকে সংগঠিত করে কৃষি উন্নয়নের সহায়তা করাই এ প্রকল্পের লক্ষ্য। মোট ঋন দাদন-১১,৯৬০০০ টাকা। আদায়- ৬,০০০০০ টাকা। মাঠে পাওনা- ৫,৯৬০০০ টাকা। জনবল- ২ জন।
৪। অপ্র্রধান শস্য-২ প্রকল্প:-বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হলেও সরকারকে অপ্রদান শস্য (ডাল, তেল, মশলা জাতীয়) আমদানিতে প্রতি বছর ১২০০০ কোটি টাকা ভর্তুকি প্রদান করতে হয়। এ শস্য গুলি উৎপাদনে কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্ট করাই মূল উদ্দেশ্য। প্রকল্পের অন্যান্য তথ্যাবলি: দলের সংখ্যা-৬টি। সদস্য -১৮০জন। প্রশিক্ষন- ২ ব্যচ (৪০) জন। প্রদশর্নী খামার- ১ টি। জনবল- ১টি।
৫। পল্লী প্রগতি প্রকল্প:-পল্লীর দারিদ্র নারী পুষদের সংগঠিত করে আর্থিক ভাবে সাবলম্বী করাই এ প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের অন্যান্য তথ্যাবলি: সমিতির সংখ্যা- ২টি। সরাসরি সুবিদা ভোগী- ৩৯ জন। ঋন বিতরন- ৩৬০০০০ টাকা। আদায়- ১১০০০০ টাকা। মাঠে পাওনা- ২৫০০০০ টাকা। জনবল- নাই।
৬। অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি :- অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার জন্য স্বল্প সুদে সরকারের এই ঋন কার্যক্রম। প্রকল্পের অন্যান্য তথ্যা বলি: তহবিল প্রাপ্তি - ৩০০০০০ টাকা। ঋন বিতরন- নেই। জনবল- নেই।
ক্রমিক নং | দলের নাম | মোট সদস্য সংখ্যা | সঞ্চয় (জমা) | সম্পদ হস্তান্তর সংক্রান্ত বিবরণ | গাছের চারা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বকনা ও গাভী | টিন | হাঁস-মুরগী | সবজী চাষ | গাছের চারা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সংখ্যা/ পরিমাণ | টাকা | সংখ্যা/ পরিমাণ | টাকা | সংখ্যা/ পরিমাণ | টাকা | সংখ্যা/ পরিমাণ | টাকা | সংখ্যা/ পরিমাণ | টাকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০১ | বুড়ির পাড় সার্বিক গ্রাম উঃ দল | ৬০ জন | ১৩,০০০/- | ৫ জন | ১,০০,০০০/- | ৩ জন | ৩০,০০০/- | ০২ জন | ১০,০০০/- | ৬ জন | ৬,০০০/- | ৫ জন | ৫,০০০/- | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০২ | নোয়াকান্দি সাঃ গ্রাঃ উঃ দল | ৬০ জন | ৮,০০০/- | ৫ জন | ১,০০,০০০/- | ৩ জন | ৩০,০০০/- | ০২ জন | ১০,০০০/- | ৬ জন | ৬,০০০/- | ৪ জন | ৪,০০০/- | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৩ | মাছুয়াবাদ সাঃ গ্রাঃ উঃ দল | ৬০ জন | ১১,০০০/- | ৫ জন | ১,০০,০০০/- | ৩ জন | ৩০,০০০/- | ০১ জন | ৫,০০০/- | ৬ জন | ৬,০০০/- | ৫ জন | ৫,০০০/- | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৪ | সুবিল সাঃ গ্রাঃ উঃ দল | ৬০ জন | ১৩,০০০/- | ৫ জন | ১,০০,০০০/- | ৩ জন | ৩০,০০০/- | ০১ জন | ৫,০০০/- | ৬ জন | ৬,০০০/- | ৫ জন | ৫,০০০/- | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
০৫ | বুড়ির পাড় সাঃ গ্রাঃ উঃ দল | ৬০ জন | ৭,০০০/- | ৫ জন | ১,০০,০০০/- | ৩ জন | ৩০,০০০/- | ০২ জন | ১০,০০০/- | ৬ জন | ৬,০০০/- | ৪ জন | ৪,০০০/- | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সর্বমোট | ৩০০ জন | ৫২,০০০/- | ২৫ জন | ৫০,০০০/- | ১৫ জন | ১,৫০,০০০/- | ৮ জন | ৪০,০০০/- | ৩০ জন | ৩০,০০০/- | ২৩ জন | ২৩,০০০/- |
সার সংক্ষেপঃ
১। প্রকল্পের আওতাভূক্ত গ্রাম- ০৫টি।
২। প্রকল্পের আওতাভূক্ত সংগঠন- ০৫টি (৫টি গ্রামে ৫টি)।
৩। প্রকল্পের আওতাভূক্ত সদস্য সংখ্যা- ৩০০ জন (প্রতি গ্রামে ৬০ জন) ।
৪। প্রকল্পের আওতাভূক্ত সঞ্চয় জমা মোট- ৫২,০০০/- টাকা।
৫। সম্পদ হস্তান্তরঃ
ক) বকনা গাভী- ২৫ জনে ২৫টি বকনা গাভী= ৫,০০,০০০/- টাকা।
খ) টিন- ১৫ জনে ১৫টি করে টিন- ২২৫টি= ১,৫০,০০০/- টাকা।
গ) হাঁস-মুরগী- ৮ জনে ৫০০০/- হারে= ৪০,০০০/- টাকা।
ঘ) সবজি চাষ- ৩০ জনে ১০০০/- হারে= ৩০,০০০/- টাকা।
ঙ) গাছের চারা- ২৩ জনে ১০০০/- হারে= ২৩,০০০/- টাকা।
সর্বমোট- ১০১ জন= ৭,৪৩,০০০/- টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS